‘হাউজ অব ড্রাগন-২’ এ থাকতে পারেন ‘ওয়ান্ডা’ ও ‘সুপারম্যান’!

|

ব্যাপক জনপ্রিয়তার পর ‘হাউজ অব ড্রাগন’ এর দ্বিতীয় সিজন আনতে চলেছে নির্মাতারা। শোনা যাচ্ছে, ‘হাউজ অব ড্রাগন-২’ এ দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন সুপারম্যান খ্যাত হেনরি কেভিল এবং ‘ওয়ান্ডা’ খ্যাত এলিজাবেথ ওলসেন। খবর মুভি জোনসের।

‘গেম অব থ্রোনস’ এর প্রিক্যুয়েল হিসেবে আত্মপ্রকাশ করা ‘হাউজ অব ড্রাগন’ এর প্রথম সিজনেই বাজিমাত করেছে নির্মাতারা। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে এই সিরিজের দ্বিতীয় পর্বে থাকতে পারেন হেনরি কেভিল ও এলিজাবেথ। জানা গেছে, এগন টারগারিয়ানের চরিত্রে দেখা যেতে পারে কেভিলকে। জর্জ আর মার্টিনের এই সিরিজে এগনের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে তরুণ বয়সের মেলিসান্দ্রের চরিত্রে দেখা যেতে পারে এলিজাবেথকে। আবার ডেনেরিস টারগারিয়ানের চরিত্রের জন্যও এলিজাবেথ অডিশন দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

‘হাউজ অব ড্রাগন-২’ এর কথা শোনা গেলেও ঠিক কবে থেকে এর শ্যুটিং শুরু হবে তা জানা যায়নি। তবে এই সিরিজের দ্বিতীয় পর্বের জন্য অধির আগ্রহে দর্শকরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply