
অস্ট্রেলিয়ার শহর মেলবোর্নের একটি দেয়াল ছবি ঘিরে ইউক্রেনে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। তীব্র নিন্দার কারণে এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে ছবিটি। এ নিয়ে ক্ষমাও চাইতে হয়েছে শিল্পীকে। খবর বিবিসির।
মূলত মেলবোর্নের রাস্তায় আঁকা এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরই এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ছবিটিতে দুজন সেনা সদস্যকে দেখা যায়। তাদের মধ্যে একজন ইউক্রেনের এবং অন্যজন রাশিয়ার। তারা একে অন্যকে আলিঙ্গন করছেন।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় তুমুল বিতর্ক। ইউক্রেনের দাবি, এই ছবিতে প্রকৃত পরিস্থিতি ঢাকার চেষ্টা করা হয়েছে। এখানে আক্রমণকারী ও আক্রান্তকে একই কাতারে রাখা হয়েছে।
পরে এ নিয়ে ক্ষমা চান ছবিটির শিল্পী পিটার সিয়াটন। তিনি বলেন, আসলে শান্তির বার্তা দিতেই এই ছবি এঁকেছিলাম। তবে আমার ধারণা সবাই এই ছবিকে খারাপভাবে নেননি। যারা ছবিটিকে দেখে কষ্ট পেয়েছেন, তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি।
পিটার এই ছবির নাম দিয়েছিলেন ‘পিস বিফোর পিসেস’। অর্থাৎ ভেঙে টুকরো-টুকরো হয়ে যাওয়ার আগে শান্তি চাই। তবে তার এই ছবিতে শান্তির বার্তা নয়, বরং রাশিয়ার কার্যকলাপ ঢাকার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।
এসজেড/



Leave a reply