রাজবাড়ীতে শিশু ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলো, রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩২) এবং একই গ্রামের রহিম শেখের ছেলে নীল চাঁদ (৩০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের (৬ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণি ওই শিশু শিক্ষার্থী বাড়ির পাশের একটি মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় খলিল এবং নীল চাঁদ শিশুটিকে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নি‌য়ে ধর্ষণ করে।

এ ঘটনার পরদিন (৭ নভেম্বর) শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় খলিল ও নীল চাঁদকে আসামি করে মামলা করে। দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এজাহারে উল্লেখিত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply