
ছবি: সংগৃহীত।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহেই সাংহাই কো-অপারেশন সামিটে উজবেকিস্তানে মুখোমুখি হবেন এই দুই নেতা। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি দেখা করতে চলেছেন শি ও পুতিন। খবর সিএনএন এর।
বুধবার (৭ সেপ্টেম্বর) চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি দেনিসোভ গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন শি জিনপিং।
বিশ্লেষকরা বলছেন, প্রথম বিদেশ সফরে পুতিনের সাথে শি জিনপিংয়ের সাক্ষাতের অর্থ হলো, কূটনৈতিকভাবে বর্তমানে রাশিয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে চীন। ইউক্রেনে রাশিয়া হামলা করার আগে শীতকালীন অলিম্পিকে অংশ নিতে চীনে যান প্রেসিডেন্ট পুতিন। সেই সময়ও দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়।
এসজেড/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply