রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ

|

প্রকীকী ছবি। সংগৃহীত।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পদ্মায় একটি পারাপারের নৌকা ডুবে ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডবুরি দল। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠের চর শ্যামপুর এলাকায় পদ্মা নদীতে দুটি নৌকা ডুবে যায়। এছাড়া একই জায়গায় আরও একটি নৌকা ডুবেছে বলেও জানিয়েছেন তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে চরশ্যামপুর এলাকার ৩ নারীসহ ৩০ জন কৃষক পদ্মার অন্য পারে ১০ নম্বর চরে কালাই বোনার জন্য ডিঙ্গি নৌকায় রওয়ানা হন। নৌকা মাঝনদীতে পৌঁছালে দমকা হাওয়া ও তীব্র স্রোতে একপর্যায়ে তা ডুবে যায়। এ ঘটনায় আশপাশের জেলে নৌকা ২৫ জনকে উদ্ধার করলেও নিখোঁজ হন ৩ কৃষক।

এদিকে উদ্ধার কাজ চলার সময় একই স্থানে সকাল সাড়ে আটটার দিকে তীব্র স্রোতে পণ্যবাহী আরেকটি ডিঙ্গি নৌকা ডুবে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ মাঝিকে জীবিত উদ্ধার করে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ায় উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply