ঝিনাইদহ পৌরসভা নির্বাচন চলছে

|

ঝিনাইদহ প্রতিনিধি:

চলছে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন। ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গতকালই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সকল কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭ কেন্দ্রের ২শ ৬৫টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ বছর পর মামলা জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ হচ্ছে আজ। নির্বাচনে ৮২ হাজার ৬শ ৯৫ জন ভোটার ভোট দেবেন। নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। এছাড়া ৫ প্লাটুন বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৩শ ৫৫ জন পুলিশ ও ৮শ ১ জন আনসার সদস্য।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply