
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইজিবাইকে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে হাবিব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা সাদ্দাম পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত শিশু হাবিব একই এলাকার সাইজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়িতে ব্যাটারি চালিত ইজিবাইকে চার্জ দিয়েছিল শিশুটির চাচা সজীব। এ সময় খেলার ছলে ইজিবাইকের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারের সকেটে হাত দেয় শিশুটি। এতে বিদ্যুতায়িত হয় শিশু হাবিব। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ইউএইচ/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply