তেলেঙ্গানায় ইলেকট্রিক স্কুটারের শোরুমে আগুন, আটজন নিহত

|

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ইলেকট্রিক স্কুটারের একটি শোরুমে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কমপক্ষে ৮ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

তেলেঙ্গানার ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সেকেন্দ্রাবাদে বহুতল ভবনের একটি ইলেকট্রিক স্কুটারের শোরুমে এ দুর্ঘটনা ঘটে। ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হলেও মুহূর্তেই সেটি ছড়িয়ে পরে দুই ও তিনতলায়।

উদ্ধারকর্মীরা জানান, সেসময় দোকানটিতে উপস্থিত ছিলেন কমপক্ষে ২৫ জন। তাদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা গেছে, ৯ জন গুরুতর দগ্ধ। এছাড়া ভারি ও কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশিরভাগ মানুষ। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য মেলেনি এখনও। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ড। গভীর শোক প্রকাশের পাশাপাশি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply