নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে আবারও অস্ত্র হাতে নেয়ার ঘটনা হলো লেবাননে। তবে এবার সত্যিকারের নয়, খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়েই ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করেন এক নারী। তুলে নেন টাকা। একই দিন, আরেকটি ব্যাংকেও ঘটে জিম্মির ঘটনা। অর্থনৈতিক সংকটের জেরে ব্যাংক খাতে কঠোর নীতিমালা আরোপ করেছে লেবাননের সরকার। তাই টাকা পেতে কেউ কেউ হয়ে উঠছেন সহিংস। খবর ব্লুমবার্গের।
নিজের জমানো টাকা আদায়ে পিস্তল হাতে নিয়েছেন লেবাননের এক নারী। বারবার আবেদন করেও টাকা না পেয়ে বেছে নিয়েছেন এই সহিংস পথ। তার দাবি, মৃত্যুর পথে বোন, তাকে বাঁচাতেই ঘটিয়েছেন এমন কাণ্ড।
তবে মজার বিষয় হচ্ছে, সত্যিকারের নয় ব্যাংকজুড়ে আতঙ্ক ছড়িয়েছেন খেলনা পিস্তল দিয়ে। নিজের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন ১৩ হাজার ডলার।
অস্ত্রধারী নারী স্যালি হাফিজ বলেন, আমার আর হারানোর কিছু নেই। দু’দিন আগেও আমি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে গিয়েছিলাম। নিজের টাকা আমি তার কাছে ভিক্ষা চেয়েছি। আমার বোন মারা যাচ্ছে। সে মাসে ২০০ ডলার দিতে রাজি নয়, যা আমার বোনের প্রতিদিনের একটা ইনজেকশনের দামও না। চোখের সামনে বোনকে মারা যেতে দেখতে পারি না আমি।
স্যালি হাফিজের মা হিয়াম হাফিজ বলেন, আমরা অন্যের টাকা নেইনি। ব্যাংক থেকে আমাদের টাকাই নিয়েছি। তাদের দেখিয়েছিলাম আমাদের মেয়ে কতটা অসুস্থ। কিন্তু তারা কোনো কথাই শোনেনি। তাই এ কাজ করতে আমার মেয়ে বাধ্য হয়েছে।
এদিকে একই দিনে একই ঘটনা ঘটেছে দেশটির আরেক এলাকা অ্যালে’তে। এর আগে গেলো আগস্টেও ঘটেছে ব্যাংক থেকে নিজের টাকা আদায়ে অস্ত্র হাতে তুলে নেয়ার ঘটনা।
কয়েক বছর ধরেই চরম অর্থনৈতিক সংকটে লেবানন। সরকারের কঠোর নীতিমালার কারণে, অ্যাকাউন্টে টাকা থাকলেও একটি নির্দিষ্ট অংকের বেশি উত্তোলন করতে পারেন না গ্রাহকরা। অনেকেই এতে বিপাকে পড়েছেন। আর তাতেই বাড়তে শুরু করেছে সহিংস পন্থায় টাকা আদায়ের ঘটনা। চলমান অর্থনৈতিক বিপর্যয়ের কারণে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়ার শঙ্কা রয়েছে দেশটিতে।
এটিএম/
Leave a reply