চ্যাম্পিয়ন্স লিগে ইজরাইলি ক্লাব ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারালো পিএসজি। তবে ১-১ গোলে চেলসিকে রুখে দিয়েছে সালজবুর্গ। আর য়্যুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।
গ্রুপ এইচের ম্যাচে ইজরাইলি ক্লাব ম্যাকাবি হাইফার আতিথ্য নেয় পিএসজি। প্যারিসের ক্লাবটি শুরু থেকে আধিপত্য দেখালেও ২৪ মিনিটে তজারোন চেরির গোলে লিড নেয় ম্যাকাবি। ৩২ মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড পিয়ারোট আবারও বল জড়িয়েছিল পিএসজির জালে। কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল।
৩৭ মিনিটে এমবাপ্পের বাড়ানো বলে পিএসজিকে সমতায় ফেরান মেসি। এই গোলেই চ্যাম্পিয়ন লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩৮ দলের বিপক্ষে গোল করার রেকর্ড ভেঙে ৩৯টি ভিন্ন ভিন্ন ক্লাবের বিপক্ষে গোলের কীর্তি গড়েন মেসি। ৬৯ মিনিটে মেসির অ্যাসিস্টে এমাবাপ্পে লিড এনে দেন পিএসজিকে। আর ৮৮ মিনিটে ইনফর্ম নেইমার গোলের দেখা পেলে ৩-১ এর জয় পায় গালটিয়ের শিষ্যরা।
এদিকে, গ্রুপের আরেক ম্যাচে আবারও হেরেছে য়্যুভেন্টাস। ম্যাচের ৪ মিনিটে স্ট্রাইকার মিলিকের গোল লিড নেয় য়্যুভেন্টাস। কিন্তু জোয়াও মারিও আর ডেভিড নেরেসের গোলে শেষ পর্যন্ত জয়ী বেশে মাঠ ছাড়ে বেনফিকা।
ই গ্রুপের ম্যাচেও হতাশ করেছে চেলসি। অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের বিপক্ষে স্টারলিংয়ের গোলে ৪৮ মিনিটে লিড নিয়েছিলো ব্লুরা। কিন্তু ৭৫ মিনিটে ওকাফোর করা গোল চেলসিকে রুখে দেয় সালজবুর্গ।
/এমএন
Leave a reply