রাজনৈতিক কাঠামোসহ জাতিকে বিভক্ত করেছে সরকার: মির্জা ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দেশের রাজনৈতিক কাঠামোসহ জাতিকে বিভক্ত করে ফেলেছে আওয়ামী লীগ সরকার; এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ডিআরইউতে গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন নষ্ট করেছে আওয়ামী লীগ। এই পরিস্থতির জন্য দায়ী ফ্যাসিবাদী সরকার।

মির্জা ফখরুল বলেন, এমন কোনো জায়গা নেই, যেখানে বিভক্তি নেই। তাই পরিস্থিতি উত্তরণে বিএনপি সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply