
ছবি: সংগৃহীত
ইরানের তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড় অব্যাহত রয়েছে। শনিবার দেশটির গুইলান প্রদেশ থেকে ৬০ নারীসহ সাত শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের গুইলান প্রদেশের পুলিশ প্রধান আজিজুল্লাহ মালেকি বলেছেন, ৬০ নারীসহ ৭৩৯ জন দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়েছে।
বিক্ষোভ দমনে তেহরানের কঠোর ব্যবস্থার মধ্যে নরওয়ের রাজধানী অসলোভিত্তিক বেসরকারি সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) পরিচালক মোহাম্মদ আমিরি-মোগাদ্দাম শুক্রবার জানান, বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় অর্ধশত। সপ্তাহখানেক আগে শুরু হওয়া বিক্ষোভ দেশের ৮০টির শহরে ছড়িয়েছে।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর রক্ষণশীল নীতির অংশ হিসেবে নারীদের হিজাব পরায় বাধ্যবাধকতাসহ পোশাক পরার নিয়মনীতি বেধে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী হিজাব না পরার অপরাধে গ্রেপ্তার হওয়া কুর্দি তরুণী গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যান। এর পর থেকে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানের চলতি বিক্ষোভ দমনে ‘অতিরিক্ত ও অপ্রয়োজনীয়’ শক্তি প্রয়োগ থেকে বিরত থাকতে শাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
/এনএএস
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply