জয়ের জন্য দরকার ১৩৮ রান, সাদামাটা লক্ষ্য! কিউইদের শুরুটা দেখে তা ঠাহর হচ্ছিল। ধীরে সুস্থেই স্বাগতিকরা ব্যাটিং শুরু করে। তবে বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে শরিফুল ইসলাম
মুস্তাফিজের বদলে একাদশে ঢোকা এ বোলার চতুর্থ ওভারে বাংলাদেশকে উইকেটের দেখা পাওয়ালেন। ফিরিয়ে দেন ফিন অ্যালেনকে। সাজঘরে ফেরার আগে এ ব্যাটারের পুঁজি ১৬ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার ১ বলে কিউইদের সংগ্রহ ৫৪ রান। আর হারিয়েছে ফিন অ্যালেনের একটি উউকেটই।
এর আগে, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ ব্যাটারের যৌথ প্রচেষ্টায় ১৩৭ রান সংগ্রহ করে টাইগাররা।
ইনিংসের দ্বিতীয় ওভারেই হোঁচট খায় বাংলাদেশ। সাউদির শিকার বনে ৫ রানে সাজঘরের পথ ধরতে হয় মেহেদী হাসান মিরাজকে। মিরাজ ব্যর্থ হলেও সবাইকে তাক লাগিয়ে দিয়ে লিটন দাসকে সঙ্গে নিয়ে নিজের স্বভাববিরুদ্ধ মারকুটে ভূমিকায় অবতীর্ণ হন নাজমুল হাসান শান্ত।
লিটন তাকে সঙ্গ দিতে পারেননি বেশি সময়ের জন্য। ১৬ বলে ১৫ করে দলীয় ৫৩ রানে মাঠ ছাড়েন তিনি।
সঙ্গীর বিদায়টা যেন মেনে নিতে পারছিলেন না শান্ত। সে কারণে স্কোরবোর্ডে ৭ রান যোগ করে আউট হন তিনিও। ঈশ শোধির বলে চ্যাপম্যানের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৩ রানের এক ইনিংস।
এরপর যথারীতি পুরনো রূপে ফিরে যায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট পতনের পাশাপাশি স্লো রান রেট সঙ্গী হয় সফরকারীদের।
শেষদিকে নুরুল হাসান সোহানের ১২ বলে ২৫ রানের ইনিংসে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে নেয় বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সামনে ১৩৭ রানের পুঁজি পায় সাকিব বাহিনী।
/এমএন
Leave a reply