
সিনিয়র করেসপন্ডেন্ট, জয়পুরহাট:
জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ তন্ময় (১৬) ও সঞ্জিতের (১৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে নিখোঁজ হয় তারা। তন্ময় শহরের শান্তিনগরের পরেশ চন্দ্রের ছেলে এবং সঞ্জিত একই মহল্লার বিশ্বনাথ বাঁশফোড়ের ছেলে।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মহীউদ্দীন বলেন, ফায়ার সার্ভিসের দল গতকাল দিনভর চেষ্টা চালিয়েও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি। আজ ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহগুলি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিখোঁজদের মধ্যে একজন এসএসসি পরীক্ষা দিয়েছে, অন্যজন দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীরা জানান, তারা দু’জনের কেউ সাঁতার জানতো না।
ইউএইচ/
 
				
				
				
 
				
				
			


Leave a reply