ছবি: সংগৃহীত
দিনের একমাত্র ম্যাচে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। তবে শুরুতেই লঙ্কান বোলিং তোপে দুই ইনফর্ম ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের সাথে অধিনায়ক কেন উইলিয়ামসনকে হারিয়ে ধাক্কা খেয়েছে কিউইরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৫ ওভার শেষে ৩ উইকেটে ১৯ রান।
ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। থিকসানার বলে ১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার ফিন অ্যালেন। দারুণ ফর্মে থাকা কনওয়েও মাত্র ১ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড হয়েছে। দলের দুর্দশা আরও বাড়িয়ে কাসুন রাজিথার বাড়তি বাউন্সে উইকেটের পেছনে কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড একাদশে এসেছে একটি পরিবর্তন। মার্ক চাপম্যানের জায়গায় একাদশে জায়গা হয়েছে ড্যারিল মিচেলের। একইভাবে শ্রীলঙ্কার দলেও এসেছে একটি পরিবর্তন। বিনুরা ফার্নান্দোর ইনজুরিতে একাদশে জায়গা হয়েছে কাসুন রাজিথার।
/এম ই
Leave a reply