শুভ জন্মদিন বিরাট কোহলি

|

ছবি: সংগৃহীত

শনিবার (৫ নভেম্বর) ৩৪ বছরে পা রাখলেন বিরাট কোহলি। দেশে না থাকলেও ভারতের অন্যতম সফল ক্রিকেটারকে ঘিরে সমর্থকদের উন্মাদনা চোখে পড়বে সেটি স্বাভাবিক। সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাটের জন্মদিনে ৫ নভেম্বর ট্রেন্ড করবে এটা প্রত্যাশিত। তবে, বিশেষ এই দিনটির আগেই জন্মদিনের শুভেচ্ছা পেতে শুরু করে দেন কোহলি।

বিরাটকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান গ্লেন ম্যাক্সওয়েল:
বিগত দুই মৌসুম ধরে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিরাট কোহলির সাথেই খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। একসাথে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অনেকটা সময় কাটানোর ফলে দুই জনের বন্ধুত্বও জমে উঠেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে বিরাটকে শুভেচ্ছা জানান ম্যাক্স। গণমাধ্যমের সাথে কথা বলার সময়ে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আমার ভালো বন্ধুদের মধ্যে এক জন বিরাট, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল ওর জন্য। আশা করি দিনটা দারুণ কাটবে তোমার। যদিও তোমায় টেক্স ম্যাসেজ পাঠাব আমি। (দিনটাকে) উপভোগ করো বন্ধু।’

পাকিস্তানের পেসার শেহনওয়াজ দাহানিও জন্মদিনের আগেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে। তিনি লিখেছেন, ‘ক্রিকেটকে যে সব থেকে সুন্দর খেলায় পরিণত করেছে সেই শিল্পীকে ৫ নভেম্বর শুভেচ্ছা জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। শুভ জন্মদিন বিরাট কোহলি। নিজের দিনটি উপভোগ করো ভাই এবং গোটা বিশ্বের মনোরঞ্জন করো।’

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply