ছবি: সংগৃহীত
স্পেনের সুপারস্টার পিকের হঠাৎ অবসরের বিষয়টিকে দুঃখজনক বলছেন দলটির হেড কোচ জাভি হার্নান্দেজ।
স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন জাভি হার্নান্দেস ও জেরার্ড পিকে। দীর্ঘ সময় বার্সেলোনায় সার্ভিসও দেন তারা। বন্ধুত্ব বেশ মজবুত এই দুই স্প্যানিশ ফুটবলারের মধ্যে। হঠাৎ করেই পিকের ক্লাবকে বিদায় জানানোর বিষয়টি নাড়া দিয়েছে জাভিকে। আচমকা এমনর সিদ্ধান্ত দুঃখজনক হলেও এটাকেই প্রকৃতির নিয়ম মানছেন বার্সা কোচ।
জাভি হার্নান্দেস বলেন, এমন দুর্দান্ত সতীর্থ ও বন্ধুর বিদায় জানানো দেখাটা সত্যি বেশ কষ্টের। নিঃসন্দেহে আমার কোচিং ক্যারিয়ারে অন্যতম কঠিন দিন ছিল এটি। বিষয়টি মানতে কষ্ট হলেও তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। সবার জীবনেই নেমে আসে এমন সময়।
বার্সেলোনার সাথে পিকের চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত। তবে সাম্প্রতিক পারফরমেন্সে পড়েছিল ভাটা। শুনতে হয়েছে নিজ সমর্থকদের দুয়োধ্বনি। আর জনপ্রিয় পপ গায়িকা সাকিরার সাথে বিচ্ছেদের বিষয়টিও তাকে দিয়েছে নাড়া।
এ বিষয়ে জাভি হার্নান্দেস বলেন, আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়াটা খুব কঠিন হতো না পিকের জন্য। তবে এটাও সত্যি অনেকক্ষেত্রে বিদায় বলার কারণটি নিজ থেকেও আসে না। অনেক কিছু ভেবেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে সে। তার জন্য আমার শুভ কামনা সবসময়ই থাকবে।
কাতালান ক্লাবটির হয়ে প্রায় দেড় দশকের ক্যারিয়ারে অর্জনের পাল্লাটা বেশ ভারি জেরার্ড পিকের। ৬শ’র বেশি ম্যাচ খেলে সব টুর্নামেন্ট মিলয়ে জিতেছেন ৩০টি শিরোপা। সেই সাথে গোল করেছেন ৫২ টি।
/এনএএস
Leave a reply