ছবি: সংগৃহীত
লাইভের সময় সাংবাদিকের এয়ারফোন কেড়ে নিলো পাখি! এমন কাণ্ড হয়েছে চিলির রাজধানীতে। খবর ডেইলি মেইলের।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় টেলিভিশন চ্যানেলে চলছিল লাইভ ব্রডকাস্ট। রাজধানীতে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলছিলেন সাংবাদিক। এমন সময় তার কাঁধে এসে বসে একটি টিয়া পাখি। সে অবস্থাতেও সরাসরি কথা চালিয়ে যান তিনি। একপর্যায়ে সরে গেলেও আবার এসে কাঁধে বসে পাখিটি। আর তখনই হয় বিপত্তি।
ছো মেরে সাংবাদিকের কানে গোজা এয়ারফোন কেড়ে নেয় পাখিটি। এক ছুটে সরে যায় নাগালের বাইরে। ধরার চেষ্টায় বেগ পেতে হয় ক্যামেরা পারসনকে। লাইভের মাঝে, টিয়ার এয়ারফোন চুরির খবরও জানান সাংবাদিক। বেশ খানিক পরে ছোট্ট টিয়া নিজেই যন্ত্রটি ফেলে দেয়ায় উদ্ধার হয় তা। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
/এনএএস
Leave a reply