
ছবি: সংগৃহীত
এক ম্যাচে ১০টি লাল কার্ড দেখালেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়োর। ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।
বোকা জুনিয়র্স বনাম রেসিং ক্লাবের মধ্যকার ম্যাচের অতিরিক্ত সময়ে তিনি এই কাজটি করেন। শেষ মিনিটে রেসিং এর গোল উদযাপনকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয় দু’দল। মারামারি বন্ধ করতে রেফারি বোকার সাত জন এবং রেসিংয়ের তিনজন ফুটবলারকে লাল কার্ড দেখান।
তেয়োর রেফারিং ক্যারিয়ার খুব বেশি বড় নয়। তবে এরই মধ্যে ১১৮ ম্যাচে ৬১২টি হলুদ কার্ড এবং ৪৫টি লাল কার্ড দেখিয়েছেন তিনি। আসন্ন কাতার বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন তিনি।
/এনএএস



Leave a reply