কাতার বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেলো ইকুয়েডর

|

ছবি: সংগৃহীত

অবশেষে কাতার বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে ইকুয়েডর। জাল নথি দিয়ে ফুটবলারের ভিসা করার অপরাধে আন্তর্জাতিক ক্রীড়া আদালত ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অগ্রীম ৩ পয়েন্ট কেটে নেবার রায় দিয়েছে। তবে কাতার বিশ্বকাপ খেলার ব্যাপারে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না দেশটির জন্য। খবর ডেইলি মেইলের।

সেই সাথে, ইকুয়েডর ফুটবল ফেডারেশনকে ১ লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানাও করেছে আদালত। যে খেলোয়াড় নিয়ে জল ঘোলা হয়েছে, সেই বায়রন কাস্তিলোও খেলতে পারবেন বিশ্বকাপ।

বায়রন কাস্তিলো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে কোয়ালিফাই করা ইকুয়েডর আটটি বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ায় জন্মগ্রহণকারী ডিফেন্ডার বায়রন কাস্তিলোকে ব্যবহার করেছে বলে চিলি এবং পেরু আদালতে অভিযোগ জানায়। সেই খেলোয়াড়কে নিজেদের দলে নিতে মিথ্যা নথি ব্যবহার করে ইকুয়েডর। সেই অপরাধে দেশটিকে এই সাজা দিয়েছে ক্রীড়ার সর্বোচ্চ আদালত।

বায়রন কাস্তিলোকে কাতার বিশ্বকাপে খেলার যোগ্য বলে রায় দিয়েছে সিএএস। ইকুয়েডরকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার যে দাবি তুলেছিল চিলি ও পেরু, তা আমলে নেয়নি আদালত।

আরও পড়ুন: বিশ্বকাপে অনিশ্চিত সাদিও মানে

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply