
আন্দোলন-সহিংসতায় এখনও উত্তাল লাতিন দেশ পেরু। বেশ কয়েকটি শহরে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রশাসন। খবর এপির।
তীব্র গণবিক্ষোভের মুখে আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন নতুন প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেন, দুই বছর এগিয়ে ২০২৪ এর এপ্রিলে ভোটাভুটি আয়োজনে বিল উত্থাপন করা হবে কংগ্রেসে।
সোমবার টুইটারে একটি হাতে লেখা চিঠি প্রকাশ করেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো। দিনা বোলুয়ার্তেকে ‘দখলদার’ আখ্যা দেন কাস্তিলো। তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগও করেন। কাস্তিলোর মুক্তি, দিনা বোলুয়ার্তের পদত্যাগ, নির্বাচনের দাবিসহ বেশ কয়েকটি ইস্যুতে রাজধানী লিমাসহ বিভিন্ন শহরে চলছে প্রতিবাদ মিছিল-সমাবেশ। অনেক স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনাও হয়েছে। বিক্ষোভকারীরা আরেকুইপায় বিমানবন্দর দখল করে রেখেছে।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply