
রেকর্ড তুষারপাতের কবলে পড়েছে রাশিয়ার রাজধানী শহর মস্কো। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান। বিমানবন্দরের সব ফ্লাইটও বাতিল করা হয়েছে। খবর মস্কো টাইমসের।
কর্তৃপক্ষ জানায়, রুশ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে প্রায় ১৫৮ ইঞ্চি পুরু তুষার জমে গেছে, যা গত ৩২ বছরের মধ্যে সর্বোচ্চ। বরফের নিচে চাপা পড়েছে বহু যানবাহন। বন্ধ হয়ে গেছে হাঁটার পথও।
এ অবস্থায় রাজধানীজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বরফ সরাতে মোতায়েন করা হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি কর্মী। কাজে লাগানো হচ্ছে ১২ হাজার বিশেষ যন্ত্র। বাসিন্দাদের যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এসজেড/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply