তিন কুর্দিকে গুলি করে হত্যার জেরে প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষ

|

প্যারিসে কুর্দি সম্প্রদায়ের ৩ জনকে হত্যার জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে কুর্দি সম্প্রদায়ের ৩ ব্যক্তিকে গুলি করে হত্যার জেরে শহরটিতে পুলিশের সঙ্গে কুর্দিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে সংঘাত থামাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। খবর বিবিসির।

গত শুক্রবার (২৩ ডিসেম্বর) কুর্দিদের একটি সাংস্কৃতিক কেন্দ্র ও রেস্তোরাঁয় ৩ জনকে গুলি করে হত্যা করেন এক স্বেতাঙ্গ নাগরিক। তাদের নিহতের ঘটনায় শনিবার (২৪ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলার পর ৬৯ বছর বয়সি ওই শেতাঙ্গকে গ্রেফতার করা হয়। তিনি একজন অবসরপ্রাপ্ত ট্রেনচালক। তিনি বিদেশিদের ঘৃণা করেন বলে পুলিশকে জানিয়েছেন। হামলা চালাতে তিনি একটি পিস্তল ব্যবহার করেছেন। এ ছাড়া তার কাছ থেকে দুটি ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বর্ণবিদ্বেষের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত বছরেও তিনি প্যারিসের একটি শরণার্থী শিবিরে তলোয়ার নিয়ে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবারের হামলার কয়েক দিন আগেই তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে জানুয়ারিতে প্যারিসে কুর্দিদের ওপর হামলার ঘটনা ঘটে। সেবার ৩ কুর্দি নারী মানবাধিকারকর্মী নিহত হন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply