সিবিএস নিউজ থেকে সংগৃহীত ছবি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে একই পরিবারের ছয় জনকে। সোমবার (১৬ জানুয়ারি) অঙ্গরাজ্যটির একটি বাড়িতে চালানো হয় এ হামলা। নিহতদের মধ্যে ছয় মাসের এক শিশুও রয়েছে। খবর সিবিএস নিউজের।
পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে বাড়িটিতে হামলা চালায় অন্তত দু’জন বন্দুকধারী। গোলাগুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যায় নিরাপত্তা বাহিনী। বাড়ি ও বাড়ির সামনের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায় ৫ জনকে। একজনকে জীবিত উদ্ধার করা হলেও, পরে হাসপাতালে মৃত্যু হয় তার। তবে এখনও আটক হয়নি সন্দেহভাজনরা। তাদের সন্ধানে চলছে অভিযান।
এদিকে পুলিশের ধারণা, টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে পরিবারটি। দীর্ঘ পরিকল্পনার পরই হয়েছে হত্যাকাণ্ড। এ ঘটনার পেছনে কোনো গ্যাং জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাড়িটিতে তল্লাশি চালানো হয়েছিল- বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
/এসএইচ
Leave a reply