
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনা সদস্যসহ মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থালেই নিহত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে জেলার রাজাপুর উপজেলার ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কের নৈকাঠি পালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যান পিরোজপুর থেকে ছেড়ে এসে বরিশালের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী পিরোজপুরে দিকে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। রাজাপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে।
নিহতরা হলেন, আলী হায়দার হোসেন মহারাজ এবং সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন সাহিন, দুজনই রাজাপুর উপজেলার বাসিন্দা। কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে, তবে পালিয়ে গেছে চালক।
এটিএম/
 
				
				
				
 
				
				
			


Leave a reply