
ছবি: সংগৃহীত
পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচার চলছে। ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মিথ্যা প্রচারণায় কান না দেয়ার অনুরোধ জানিয়ে বইগুলো পড়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল ২০২৩ এর অনুমোদন দেয়া হয়। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।
তারা বলেন, বিশ্ব সংকটের কথা বিবেচনা করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। সংকট উত্তরণে কাজ করতে হবে একসাথে।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ফটোশপে এডিট করে পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি চক্র। পাঠ্যপুস্তকে কোনো ভুল থাকলে তা সংশোধন করা হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তিতে কান না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান দীপু মনি।
/এনএএস
 
				
				
				
 
				
				
			


Leave a reply