
ছবি: বিল গেটস এবং পলা হার্ড
মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসের জীবনে আবারও বসন্তের বাতাস বইতে শুরু করেছে। বিবাহ বিচ্ছেদের ২ বছর পর তিনি আবারও প্রেমের জালে আবদ্ধ হয়েছেন বলে খবর বেরিয়েছে। খবর ডেইলি মেইলের।
খবর অনুযায়ী, পলা হার্ড নামের এক নারীর সাথে বিল গেটস প্রেমে জড়িয়েছেন। গত বছর সেপ্টেম্বরে লন্ডনে তারা এক সাথে খেলা দেখছেন এমন একটি ছবিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তারপর সেখান থেকে তারা চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে দু’জন দেখা করেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে দেখা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই যুগলের বন্ধু বলেন, তারা দুজন সত্যি অসাধারণ এবং রোমান্টিক। এক বছর ধরে তারা এক সাথে আছেন।
৬০ বছর বয়সী পলা সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক হার্ডের স্ত্রী ছিলেন। মার্ক হার্ড ২০১৯ সালে মারা যান।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply