ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পুরোনো বোমা বিস্ফোরণ হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গ্রেট ইয়ারমাউথ শহরে ঘটে এ দুর্ঘটনা। খবর বিবিসি‘র।
এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানায়, দু’দিন আগেই বোমাটির সন্ধান পায় তারা।এটি নিষ্ক্রিয় করার জন্য কাজ চলছিল। তারমধ্যে ঘটে এই বিস্ফোরণ।
প্রায় ২৪কিলোমিটার পর্যন্ত শোনা যায় বোমাটির বিকট শব্দ। আশেপাশের ভবনগুলো কেঁপে ওঠে। এ ঘটনার পর এলাকাটিতে কড়া নিরাপত্তা মোতায়েন করেছে প্রশাসন। পাশাপাশি স্থানীয়দের সরে যেতে বলা হয়েছে নিরাপদ স্থানে।
/এনএএস
Leave a reply