
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি।
কৃষি উৎপাদনের মূল উপকরণ বীজের মানে কোনোরকম ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সীড কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে এ সতর্ক বার্তা দেন তিনি। বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। সরকার সার ও বীজসহ কৃষি উপকরণে সুশাসন প্রতিষ্ঠা করেছে। বিগত ১৪ বছরে সার-বীজের কোনো সংকট হয়নি। বিশ্বব্যাপী সারের দাম চারগুণ বৃদ্ধি পেলেও দেশে সারের দাম বাড়ায়নি সরকার। বরং আগের চেয়ে চারগুণের বেশি ভর্তুকি দিয়ে যাচ্ছে।
ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, কৃষি উৎপাদন বজায় রাখতে আগামীতেও সার-বীজের দাম বাড়বে না। কৃষিমন্ত্রী কৃষি বিভাগের কর্মকর্তাদেরকে মানসম্পন্ন বীজ নিশ্চিত করতে কঠোরভাবে মনিটরিংয়ের নির্দেশ দেন।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply