শাকিরার পার্টিতে বিরক্ত হয়ে বাড়ি ছাড়ছেন পিকে’র বাবা-মা!

|

বিচ্ছদের পর পিকে তার বার্সোলনার বাড়িতে আর থাকেন না। কিন্তু সেই বাড়ির ঠিক পাশের বাড়িতে থাকেন পিকে’র বাবা-মা। এবার জানা গেছে, পিকের বাবা-মা’কে বিরক্ত করছেন শাকিরা।

কিছুদিন আগে খবর বেরিয়েছিল, শাকিরা পিকের বাবা-মায়ের দিকে মুখ করে কিছু অদ্ভুত ম্যানিকুইন বসিয়েছেন। এছাড়া তিনি জোরে জোরে গানও ছেড়ে রাখেন বলে অভিযোগ পিকের মা-বাবার।

মার্কার খবর অনুযায়ী, শাকিরা তার বাড়িতে এতো বেশি পার্টি করছেন যে, পিকের বাবা-মা তাদের বার্সালোনার বাড়ি ছেড়ে দেয়ার কথা ভাবছেন।

একটি ভিডিওতে দেখা গেছে, শাকিরা তার বাড়ির ভেতর পার্টি করছেন, এসময় বাড়ির বাইরে আতশবাজি করা হচ্ছে। এছাড়া তিনি বারান্দায় এসে ভক্তদের সাথে উচ্ছ্বাসে তাল মেলাচ্ছেন।

ধারণা করা হচ্ছে, শাকিরার এসব কর্মকাণ্ডের ফলে তারা নতুন বাড়িতে ওঠার কথা ভাবছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply