
রাসেল ভাইপার।
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া গড়াই নদীর তীরবর্তী এলাকা মঙ্গলবাড়ীয়া ভাটাপাড়া এলাকা থেকে এই সাপটিকে আটক করে স্থানীয়রা।
আজ শনিবার বিকেল তিনটার দিকে নদীর তীর থেকে লোকালয়ে উঠে আসে সাপটি। পরে বন বিভাগে খবর দিলে কর্মকর্তারা এসে রাসেল ভাইপারটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করেন
বন বিভাগের কর্মকর্তারা বলেন, এটা দেশে বিলুপ্ত প্রজাতির সাপ। পুরো বিশ্বে বিষধর সাপের তালিকায় পাঁচ নম্বরে আছে। এর বাংলা নাম চন্দ্রবোড়া। ভারতের কিছু এলাকায় এদের বসবাস। কিন্তু মাঝেমধ্যে পদ্মা হয়ে এদিকে চলে আসে। এর আগেও কুষ্টিয়া পদ্মা এবং গড়াই নদীর আশপাশ থেকে এধরনের সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
এনবি/



Leave a reply