
ছবি: সংগৃহীত
লেখক সালমান রুশদির ওপর হামলায় অভিযুক্ত ব্যক্তির প্রশংসা করে তাকে উপহার দিয়েছে ইরানের একটি সংস্থা। সাহসিকতার পুরস্কার হিসেবে তাকে ১ হাজার বর্গমিটার কৃষিজমি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। খবর আল আরাবিয়া’র।
ইরানের নেতা খোমেনির ফতোয়া বাস্তবায়ন ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল জারেই বলেছেন, আমরা আন্তরিকভাবে তরুণ আমেরিকান যুবকের সাহসী পদক্ষেপকে ধন্যবাদ জানাই। তিনি রুশদির একটি চোখ অন্ধ করে এবং তার একটি হাত অক্ষম করে মুসলমানদের খুশি করেছেন। রুশদি এখন বেঁচে থেকেও মৃত ছাড়া আর কিছু নয়।
গত বছরের আগস্টে পশ্চিম নিউ ইয়র্কে অনুষ্ঠিত একটি সাহিত্য অনুষ্ঠানের মঞ্চে হামলার পর ৭৫ বছর বয়সী রুশদি একটি চোখ এবং একটি হাত হারান।
রুশদির উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তাকে হত্যার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে একটি ফতোয়া বা ধর্মীয় আদেশ জারি করেছিলেন। সেই আদেশের ৩৩ বছর পর এই হামলার ঘটনা ঘটে।
/এনএএস
 
				
				
				
 
				
				
			


Leave a reply