রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সা

|

উয়েফা ইউরোপা লিগে আজ ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিদ্বন্দ্বিতা করবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

প্লে অফের দ্বিতীয় লেগে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয় বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে গাভি ও ইনজুরির জন্য অনুশীলনে ছিলেন না পেদ্রি ও উসমান দেম্বেলে। প্রথম লেগের খেলায় রেড ডেভিলদের সাথে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে বার্সা। তাই এগিয়ে যাওয়ার লড়াইয়ে পুরো দলকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন কোচ জাভি হার্নান্দেজ।

এদিকে ছেড়ে কথা বলবে না ম্যানচেস্টার ইউনাইটেডও। প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছে রেড ডেভিলরা। ইউরোপা লিগের হাইভোল্টেজ ম্যাচে মাঠের লড়াইয়ের সাথে স্বাগতিক দর্শকরাও হবে বার্সার প্রতিপক্ষ। তাই পরের ধাপে যেতে হলে বিশেষ কিছু করতে হবে স্প্যানিশ ক্লাবটিকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply