
ছয়টি আসনের সীমানা পরিবর্তন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনগুলোর সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কারও আপত্তি থাকলে আগামী ২০ দিনের মধ্যে কমিশনকে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে। আপত্তি শুনানি শেষে আগামী জুনে দ্বাদশ জাতীয় নির্বাচনে আসনগুলোর চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কমিশন সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন ইসি মো. আলমগীর। এ বিষয়ে আগামীকাল সোমবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশ করে আসনগুলোর নাম জানানো হবে।
ইসি মো. আলমগীর বলেন, আদমশুমারির খসড়া প্রতিবেদনের ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করতে গেলে রাজধানী ঢাকাসহ শহর এলাকাগুলোতে আসন সংখ্যা বেড়ে যাবে, কমে যাবে গ্রামাঞ্চলে। এ কারণে এবার সীমানা নির্ধারণে প্রশাসনিক পরিবর্তনকে গুরুত্ব দেয়া হয়েছে।
মূলত, প্রশাসনিক পরিবর্তন হয়েছে এমন সর্বোচ্চ ছয়টি আসনে পরিবর্তন এনে সীমানার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply