
ছবি: সংগৃহীত
সন্তান হওয়ার পর অনেকের ওজন বেড়ে যায়। কোনোভাবেই ওজন কমাতে পারছিলেন না তিনি। পরে লাইপোসাকশন করানোর চিন্তা শুরু করেন তিনি। আর এতেই ঘটলো মৃত্যু। খবর ফক্স নিউজ’র।
কৃত্রিম উপায়ে সুন্দর হওয়ার একটি জনপ্রিয় পদ্ধতি হলো লাইপোসাকশন। লাইপোসাকশন করাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভেনেজুয়েলার বাসিন্দা ৩১ বছর বয়সী অ্যানা রোসা মাভারেজ রিভরো।
সন্তান হওয়ার পর মোটা হয়ে যাওয়ায় লাইপোসাকশনের জন্য চিকিৎসকের সাথে কথা বলেন রোসা। কৃত্রিম উপায়ে মেদ গলিয়ে ছিপছিপে হওয়ার এই পদ্ধতিকে লাইপো লেজারও বলে।
স্থানীয় একটি ক্লিনিকেই লাইপোসাকশন করান অ্যানা। লেজার করার পর সব ঠিকই ছিল। কিন্তু বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পরিস্থিতি উন্নতি না হওয়ায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অ্যানাকে। ততক্ষণে অ্যানার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে অক্সিজেন মাস্ক দেয়া হয়। শুরু করা হয় প্রয়োজনীয় চিকিৎসাও। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
/এনএএস
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply