
ছবি: সংগৃহীত
বাংলাদেশের হজযাত্রী নিবন্ধন ষষ্ঠ দফাতেও পূরণ না হওয়াতেও ফের বাড়ানো হলো সময়। হজ নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রনালয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দফায় বাড়ানো হজ নিবন্ধন করার শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এ হিসাবে নিবন্ধনে এখনও বাকী রয়েছে আরও ৯ হাজার ৫০ জন।
/এনএএস



Leave a reply