
বিবিসি থেকে সংগৃহীত ছবি।
ইতালির উত্তরাঞ্চলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ মে) পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। খবর বিবিসির।
ইতালির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, একদিনে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বছরের মোট বৃষ্টিপাতের অর্ধেক। অতিবৃষ্টির কারণে অন্তত ২৩টি নদীর পানি অতিক্রম করেছে বিপদসীমা। রেকর্ড করা হয়েছে ২৮০টি ভূমিধসের ঘটনা। সব মিলিয়ে, নজিরবিহীন দুর্ভোগে পড়েছেন অন্তত ৪১টি শহর ও লোকালয়ের বাসিন্দা।
জানা গেছে, রাবারের নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এমিলিয়া-রোমাগনা এলাকা। পানিবন্দি হয়ে আছে ঘরবাড়ি; ডুবে গেছে পাঁচ হাজারের বেশি ফসলী জমি। সেখানে, সড়কপথে যোগাযোগ এখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। স্থগিত আছে ট্রেন চলাচল; আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান।
/এসএইচ
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply