প্রেমিকার অন্যত্র বিয়ে, দুধ দিয়ে গোসল করলেন যুবক

|

সাতক্ষীরা প্রতিনিধি:

নিজের গ্রামেরই এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আহাদ আলীর (২০)। কয়েক বছর ধরেই তাদের এই সম্পর্ক চলে আসছিল। হুট করেই পারিবারিক উদ্যোগে বিয়ে হয়ে যায় প্রেমিকার। এতেই ক্ষোভে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী।

শনিবার (১০ জুন) এ ঘটনা ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। এ দিন বেলা ১১টার দিকে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেন প্রেমিক আহাদ আলী। এ সময় সেখানে তার পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিবেশীরাও।

এ নিয়ে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক তরুণীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। এই ক্ষোভ ও অভিমান থেকেই আহাদ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply