বরিশাল ব্যুরো:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কোনো পুলিশ সদস্য যাতে পক্ষপাতমূলক আচরণ না করতে পারে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএমপি কমিশনার সাইফুল ইসলাম। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (১০ জুন) বিকেলে বরিশাল পুলিশ লাইন মাঠে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিংয়ে পুলিশ সদস্যদের সাথে কথা বলেন বিএমপি কমিশনার। এ সময় তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে মোট চার হাজার চারশ চৌত্রিশ সদস্য ভোটকেন্দ্রে কাজ করবেন। এই নির্বাচন যাতে একটি মডেল নির্বাচন হতে পারে সেজন্য পুলিশ ও আনসার সদস্যের প্রতি নির্দেশনা দেন তিনি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
সাইফুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো শঙ্কার তথ্য নেই। তবে, সুষ্ঠু ভোট নিয়ে চ্যালেঞ্জ রয়েছে।
/এমএন
Leave a reply