মৎস্যজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিয়ে কাজ করতে চায় সরকার। এই খাতকে উন্নত করতে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শনিবার (১০ জুন) আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার অ্যান্ড সী ফুড শো বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বর্তমানে দৈনিক চাহিদার চেয়েও প্রায় ৮ গ্রাম মাছ মানুষ এখন বেশি খেতে পারছে। উদ্বৃত্ত মাছ রফতানিতে মনোযোগ দেয়ার ব্যাপারেও জোর দেন তিনি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
শ ম রেজাউল করিম আরও বলেন, এমন একটি সুন্দর ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বাংলাদেশের উন্নয়ন নিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তরকালে অন্যান্য সম্পদের পাশাপাশি মৎস্য-সম্পদের কথা বলেছিলেন। সে সময় তিনি বলেছিলেন মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। আজকে বাস্তবতা সেখানে এসে পৌঁছেছে। সামনে আমাদের অপার সম্ভাবনাময় খাত হচ্ছে মৎস্য। এ খাত এগিয়ে যেতে হলে সরকারি-বেসরকারি খাত সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাকের পরেই মৎস্য খাতের স্থান হবে বলেও এ সময় তিনি আশা প্রকাশ করেন।
/এমএন
Leave a reply