
নগরির কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে হাতপাখার প্রার্থী সমর্থকদের সাথে হাতাহাতি হয়েছে নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে।
সোমবার (১২ জুন) ভোটাভুটির আড়াই ঘন্টার মাথায় ওই কেন্দ্র পরিদর্শনে যান হাতপাখার প্রার্থী ফয়জুল করিম। তাকে দেখে চড়াও হয় সেখানে থাকা নৌকার সমর্থকরা। এ সময় সায়মিক উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষই স্লোগান দিতে থাকে।
কিছুক্ষণের মধ্যে ওই কেন্দ্রে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রায় ২০ মিনিট পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এনিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীদের সমর্থকরা।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply