
ছবি: সংগৃহীত
অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ টেস্ট ইতিহাসের সর্বাধিক শতকের মালিক মুমিনুল হক। সাবলীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১২তম শতক তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। প্রায় দুই বছর পর শতকের দেখা পেলেন মুমিনুল। অন্যদিকে অর্ধশতক পূর্ণ করেছেন অধিনায়ক লিটন দাস।
শেষ ২৬ ইনিংসে মুমিনুলের কোনো সেঞ্চুরি ছিল না। ফিফটি করেছেন মাত্র তিনটি। ১৫ ইনিংসে দুই অংকে যেতে পারেননি। ‘ডাক’ মেরেছেন ৫টি।
অবশেষে সেই খরা কাটালো আফগানিস্তানের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিনে। ইয়ামিন আহমাদজাইয়ের খাটো লেন্থের ডেলিভারি উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে আপার কাট করলেন মুমিনুল হক, প্রায় ২৬ মাসের অপেক্ষা ঘুচিয়ে পৌঁছে গেলেন তিন অঙ্কে। ড্রেসিং রুমের দিকে ব্যাট উঁচিয়ে সারলেন উদযাপন।

ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি করতে মুমিনুল খেলেছেন ১২৩ বল, মেরেছেন ১২টি চার। মুমিনুলের পাশাপাশি ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে যান অধিনায়ক লিটন দাস। ৫৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪২৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার মুমিনুল হক আছেন ১২১ রান করে আর লিটন দাস ৬৫ রান নিয়ে ব্যাট করছেন।
/আরআইএম



Leave a reply