ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে বাওড়ে গোসল করতে নেমে আসিফ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুন) সকালে নিখোঁজের ১০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
আসিফ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের ফল ব্যবসায়ী আলতাফ হোসেনের ছেলে এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশের বলুহড় বাওড়ে যায় গোসল করতে আসিফ। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরের দিকে ডুবুরি দলকে খবর দেয়া হয়। ডুবুরি দল বিকেলে এসে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যায় দিকে বাওড়ের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ডুবুরি সাইদুল ইসলাম জানান, আসিফের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
এএআর/
Leave a reply