চাঁপাইনবাবগঞ্জে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৮

|

স্টাফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে সনাতন সম্প্রদায়ের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় রথযাত্রা বাতিল করেন আয়োজকরা।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, জেলা শহরের ঘোষপাড়ার বিজয় লাল, সঞ্জয় কুমার ঘোষ, চন্দ্র ঘোষ, মৃতম মধু, সৌমিত কৃষ্ণ, প্রসাদ ঘোষ ও জয় ঘোষ। আহতদের মধ্যে একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, বিকেলে নামোশংকবাটি ঘোষপাড়া থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয়। রথটি ছিলো স্টিলের তৈরি। রথটি টানার সময় রাস্তার ওপরে থাকা একটি বিদ্যুতের লাইনে সংস্পর্শে আসলে রথটি বিদ্যুতায়িত হয়ে কয়েকজন আহত হন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ বিদ্যুৎ বিভাগের সহায়তায় লাইনটি মেরামত করা হয়। আহতদের মধ্যে বিজয়, সঞ্জয় ও সৌমিতের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply