স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
নরসিংদী রেলওয়ে স্টেশনে সিলেটগামী উপবন এক্সপ্রেসের চালকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ইঞ্জিনের বগিতে থাকা জানালার গ্লাস ভেঙে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে। এ সময় স্টেশনে অন্তত ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেনটি।
রেলওয়ে পুলিশ ও কর্তব্যরত চালক জানায়, উপবন এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে থাকার সময় ৪-৫ জন যুবক ট্রেনটির ইঞ্জিনে ওঠতে চাইলে চালকরা বাধা দেয়। ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে ওই যুবকেরা ট্রেন থেকে নেমে চালকের সাথে তর্কে জড়ায় এবং রেলের পাথর দিয়ে আঘাত করে ট্রেনের ইঞ্জিনের জানালা ভেঙে পালিয়ে যায়।
পরে রেলওয়ে পুলিশের উপস্থিতিতে রাত সোয়া ১০টার পর ট্রেন ছেড়ে যায়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এএআর/
Leave a reply