
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ডিসলাইনের তার গলায় বেঁধে চলন্ত অবস্থায় ট্রেনের ছাদ থেকে পড়ে যায় সে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী। তারাও ট্রেনের ছাদে ছিলের বলে জানা গেছে।
সোমবার (২৬ জুন) রাত ১২টার দিকে বঙ্গবন্ধু রেল লাইনের মির্জাপুর রেলস্টেশনের পূর্ব গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রিমন হোসেন নামে এক যুবককে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত ও পা ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহত যুবক সজিব হোসেন (২০) নওগাঁ জেলার রাইজুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। আহত রিমন হোসেন (২৬) একই জেলার বদরগাছী উপজেলার এনামুল হকের ছেলে। আহত অপর দুই যাত্রীকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এ নিয়ে মির্জাপুর রেল স্টেশনের পূর্ব গেইটের গেইটম্যান শান্ত ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টা ৫ মিনিটে মির্জাপুর স্টেশন অতিক্রম করে। এর আধঘণ্টা পরই রেলগেইটে রক্তাক্ত অবস্থায় এক যুবক এসে জানায়, ট্রেনের ছাদ থেকে পড়ে সে আহত হয়েছে এবং এ ঘটনায় এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পরে সাথে সাথেই গেটম্যান মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস এসে আহত ওই যুবককে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। রেল পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে বলে জানিয়েছেন মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাষ্টার কামরুল হাসান।
এ নিয়ে বাংলাদেশ রেল পুলিশ টাঙ্গাইল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, হতাহতদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
এসজেড/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply