সুর নরম করলো তুরস্ক, সুইডেনের ন্যাটোয় যোগদানে বাধা দেবে না আঙ্কারা

|

অবশেষে ন্যাটোয় সুইডেনের সদস্যপদ নিয়ে সুর নরম করলো তুরস্ক। সোমবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সামরিক জোটটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। খবর রয়টার্সের।

লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরুর আগেই তুরস্ক ও সুইডেনের নেতাদের সাথে বৈঠক করেন তিনি। জানান, সুইডেনকে সমর্থন দিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নিজ দেশের পার্লামেন্টে এ বিষয়ক প্রস্তাব তুলবেন তুর্কি নেতা। অনুমোদনের বিষয়েও দিয়েছেন নিশ্চয়তা। এটিকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে আখ্যা দেন স্টলটেনবার্গ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, তুরস্কের সবুজ সংকেত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসন। স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ ন্যাটোর বাকি সদস্যরা। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের জেরে গত মে-তে ন্যাটোয় অন্তর্ভুক্তির আবেদন করেছিল সুইডেন। তবে তুরস্কের বিরোধিতায় আটকে ছিল প্রক্রিয়া।

তবে জোটে সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে কোনো দিন-তারিখ নির্ধারণ হয়নি এখনও। তাদের বিরুদ্ধে কুর্দি সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগ ছিল। ন্যাটোর সদস্যপদ পেতে জোটের প্রতিটি দেশের সমর্থন আবশ্যক। গত এপ্রিলে এই জোটে যোগ দেয় ফিনল্যান্ড।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply