
বিয়ের আগেই ঠিক এমন একটা কাণ্ড কি না করলেই চলছিল না? রণবীর সিংয়ের উদ্দেশে এখন এই প্রশ্নটাই ছুঁড়ে দিয়েছে বলিউডের অন্দরমহল! কেন না, দীপিকা পাড়ুকোন এখন এক দিকে যেমন ব্যস্ত রয়েছেন বিয়ের জোগাড়যন্তর নিয়ে, তেমনই সময় করে নিয়ে বিদেশে ‘এল’ পত্রিকার জন্য একটা ফটোশুটও সেরে ফেলেছেন! দেখতেই পাচ্ছেন নীচে, কেমন রাজকীয় মহিমায় সেই সব ছবিতে ধরা দিয়েছেন নায়িকা!
ওদিকে খবর বলছে, সেই সুযোগ কাজে লাগিয়েই প্রাক্তন অনুশকা শর্মার সঙ্গে সময় কাটাচ্ছেন রণবীর! জানা গিয়েছে, রণবীর একদিন শুটিং করছিলেন মুম্বইয়ের বিখ্যাত মেহবুব স্টুডিওতে। শুটিংয়ের মাঝে তিনি জানতে পারেন, ওই স্টুডিওরই অন্য এক ফ্লোরে শুটিং করছেন অনুশকা শর্মাও! জানতে পেরেই নাকি শুটিং থেকে পালিয়ে যান নায়ক, সরাসরি উপস্থিত হন অনুশকা যে ফ্লোরে ছিলেন সেখানে!
ওখান থেকে তার পরে দু’জনে সোজা চলে যান অনুশকার মেক-আপ ভ্যানের ভিতরে। প্রায় আধ ঘণ্টা মতো শুধু দু’জনে ছিলেন সেখানে, তার পর বেরিয়ে এসে আবার যে যার মতো কাজে ফিরে যান!



Leave a reply