দুই বছর পর জাতীয় দলে হেটমায়ার

|

ছবি: সংগৃহীত

দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে ডাক পেয়েছেন শিমরন হেটমায়ার। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে জায়গা হয়েছে তার। দলে ফিরেছেন পেসার ওশান থমাসও। ইএসপিএন ক্রিকইনফোর খবর।

২০২১ সালের জুলাইয়ে ক্যারিবীয়দের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন হেটমায়ার। বিশ্বকাপ বাছাইপর্বে তাকে দলে না নেয়ায় সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। বোর্ডের নতুন শুরুর ভাবনা থেকে আবারও এই বাঁহাতি হার্ড হিটারকে ওয়ানডে দলে ফেরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেই সাথে, ক্যারিবিয়ান ওয়ানডে দলে চোট কাটিয়ে ফিরেছেন জ্যাডেন সিলস ও ইয়ানিক কারিয়াহ। ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার গোদাকেশ মোতিকেও। এরপরও পূর্ণশক্তির দল পাচ্ছেন না কোচ ড্যারেন স্যামি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না নিকোলাস পুরান ও জেসন হোল্ডারের। এ ছাড়া চোটের কারণে নেই পেসার কিমো পল।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply