ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।
দীর্ঘদিন জনসম্মুখে অনুপস্থিত থাকা চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছে কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান ওয়াং ই। খবর সিএনএনের।
মঙ্গলবার (২৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন কিন গ্যাং (৫৭)। দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঘনিষ্ঠ এ সহযোগী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু, গত জুনের পর থেকে আর জনসম্মুখে আসেননি তিনি।
সোমবার (২৪ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে কিন গ্যাংয়ের অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এ ব্যাপারে বলার মতো কোনো তথ্য তার কাছে নেই।
অবশেষে মঙ্গলবার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াং ই’র নাম (৬৯) ঘোষণা করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন। ফলে দ্বিতীয় দফায় চীনের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন ওয়াং ই।
/এসএইচ
Leave a reply